রাজবাড়ী-১ আসনে সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাসসহ চার স্বতন্ত্র প্রার্থী এবং রাজবাড়ী-২ আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকসহ তিনজনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আবু কায়সার খান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন।
এ সময় রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে স্বতন্ত্র চারজন প্রার্থীর মধ্যে সদ্য পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সাবেক মুলঘর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মুসুল্লি, স্বপন কুমার সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী মর্জির ছেলে আশিশ আকবর সুবিরের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অপরদিকে, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) স্বতন্ত্র প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ তালিকায় প্রভাবশালী প্রার্থী কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হকের মনোনয়নপত্রে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল ও ঋণ খেলাপি থাকায় তৃণমূল বিএনপির এসএম ফজলুল হক ও মুক্তিজোটের প্রার্থী মো. আব্দুল মালেক মণ্ডলের মনোনয়নপত্র বাতিল করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবু কায়সার খান বলেন, যাচাই-বাছাইয়ে বাতিল করা প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন কমিশন (ইসি) বরাবর আপিল করতে পারবেন।
আরও পড়ুন: নওগাঁর ৬ আসনে ৩৩ জনের মনোনয়নপত্র বৈধ, বাতিল ২২ জন