তিনি বলেন, ‘সমাবেশের মাত্র ১৪ ঘণ্টা আগে ১২টি শর্তে আমরা সমাবেশ করার লিখিত অনুমতি পেয়েছি। এখন আবার বাস বন্ধ করে দেয়া হয়েছে যেন জনসমাগম কম হয়। চট্টগ্রাম, সিলেট, ঢাকাতেও সমাবেশকে কেন্দ্র করে এমনটি করা হয়েছিল। তারপরও সমাবেশ সফল হবে এবং এখান থেকেই সুষ্ঠু নির্বাচনের গণআন্দোলন শুরু হবে।’
বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রাজশাহীর সমাবেশ কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের হয়রানির অভিযোগ তুলে মিনু বলেন, প্রশাসনের অতি উৎসাহী কর্মকর্তারা নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশির নামে হয়রানি ও গ্রেপ্তার করছে।
এ সময় তিনি সমাবেশের প্রচারেও বাধা দেয়ার অভিযোগ করেন।
খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মাহমুদুর রহমান মান্না, আ স ম আবদুর রব, কর্নেল অলি আহমেদ, আন্দালিব রহমান পার্থের মতো নেতারা রাজশাহীর সমাবেশে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।