শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন,‘সকালে ম্যাডামের শ্বাসকষ্ট বেড়ে যায়। বিকাল ৪টার দিকে আমরা তাকে সিসিইউতে স্থানান্তর করি।’
তিনি বলেন,‘তার অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং শ্বাসকষ্ট কিছুটা কমে এসেছে।’
এর আগে গত বুধবার খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন। বোর্ড গঠনের আগেরদিন ওই হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি প্রধানকে।
গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভের রেজাল্ট আসে। তিনি ছাড়াও তার বাসার আট সদস্য করোনায় আক্রান্ত। ২৪ এপ্রিল খালেদা জিয়ার দ্বিতীয় দফা করোনা পরীক্ষাতেও ফলাফল পজিটিভ আসে।