২০২২ সালের বিদ্যমান আইনে কিছু পরিবর্তন আনার লক্ষ্যে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বাণিজ্য সংগঠন (সংশোধনী) বিল, ২০২৩ উত্থাপন করা হয়েছে।
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির অনুপস্থিতিতে বিলটি জাতীয় সংসদে উত্থাপন করলে তা পরবর্তী পরীক্ষা-নিরীক্ষার জন্য সংশ্লিষ্ট স্ক্রুটিনি কমিটিতে পাঠানো হয়।
আরও পড়ুন: মামলাজট কমাতে সংসদে অধিগ্রহণ ও প্রজাস্বত্ব (সংশোধন) বিল পাস
কমিটিকে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রস্তাবিত আইন অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে কোনো সমস্যা হলে যে কোনো ব্যবসায়ী সংগঠনের বিদ্যমান কমিটি তার মেয়াদ শেষ হওয়ার পর খসড়া আইন অনুযায়ী এক বছর কার্যক্রম চালিয়ে যেতে পারবে।
তবে এখন বিদ্যমান আইন অনুযায়ী কমিটি মেয়াদ শেষ হওয়ার পর ছয় মাস কার্যক্রম চালাতে পারবে।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে আনা সংশোধনে সাংবাদিকরা খুশি হবেন: আইনমন্ত্রী
একতরফাভাবে আগামী নির্বাচন করতে আরপিও সংশোধন করেছে সরকার: গণতন্ত্র মঞ্চ