সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ (৭৭) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন। শারীরিক অসুস্থতার কারণে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে তাকে হাসপাতালে নেয়া হয়।
রওশন এরশাদের সহকারী ব্যক্তিগত সচিব মামুন হাসান ইউএনবিকে জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে শরীরে পানিস্বল্পতা এবং অ্যাসিডিটি জনিত সমস্যা নিয়ে বিরোধী দলীয় নেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানালেন জাপা প্রধান
মামুন বলেন, ‘বর্তমানে তিনি ভাল আছেন। চিকিৎসকরা জানিয়েছে এখন তিনি সুস্থ আছেন।’
সিএমএইচে ভর্তির আগে রওশন এরশাদের করোনা টেস্ট করা হলে তা শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। এছাড়া সিএমএইচে তার আরও নানাবিধ পরীক্ষা করা হয়।
মামুন জানান, অবস্থা বিবেচনায় রওশন এরশাদকে শনিবার অথবা রবিবার হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হতে পারে।