চব্বিশের গণঅভ্যুত্থানে সিলেটের ১৬ শহিদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলটির কেন্দ্রীয় নেতারা।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে সিলেট মহানগরের একটি অভিজাত হোটেলের হলরুমে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় শহিদদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এনসিপি আহ্বায়ক তাদের গভীর সমবেদনা জানান এবং শহিদদের বিচার ত্বরান্বিত করার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের তত্ত্বাবধানে এবং জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে কাজ করা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা নুরুল ইসলাম ও আলী আব্বাস শাহীনের সহযোগিতায় আয়োজিত এ সাক্ষাৎ অনুষ্ঠানে আসা শহিদদের স্বজনরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। এর মধ্যে একটি শহিদ পরিবারে বেকারত্বের হার বেশি এবং একটি পরিবার এখনো সরকারি সঞ্চয়পত্র পাননি বলে জানায়।
এছাড়া গোলাপগঞ্জের ৭ শহিদ পরিবারের দাবি, এই ৭ বীরের নামে স্থানীয় পৌরশহর এলাকায় একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের। এ ছাড়া এখন পর্যন্ত ওই ৭টি পরিবার সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা পায়নি বলেও অভিযোগ করে।
আরও পড়ুন: জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র নিশ্চিত করা হবে: নাহিদ
সব অভিযোগ ও দাবির জবাবে নাহিদ ইসলাম আশ্বাস দেন, এসব বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হবে এবং এনসিপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
সাক্ষাতে এনসিপি সিলেট জেলা ও মহানগরের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দলের পক্ষ থেকে শহিদ পরিবারের সদস্যদের জন্য আপ্যায়নের আয়োজন করেন সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দিন শাহান।