মঙ্গলবার বিকাল ৩টার দিকে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দলের নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকে তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে আপিলের সাজা বৃদ্ধি ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে সিলেট শহীদ মিনারের সামনে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করার আগেই সিলেট কোতোয়ালী থানার সহকারী কমিশনার কাওসার দস্তগীরের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ছাড়াও জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেমও রয়েছেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী থানার সহকারী কমিশনার গোলাম কাওসার দস্তগীর বলেন, ‘আগের নাশকতার মামলায় আলী আহমদসহ বিএনপির আট নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’