ঢাকা, ১১ ডিসেম্বর (ইউএনবি)- আসন্ন একাদশ সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে জাতীয় পার্টির সদ্য বিদায়ী মহাসচিব রুহুল আমিন হাওলাদার, বিএনপি নেতা মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও তার ছেলে মীর হেলাল উদ্দিন এবং সাবেক এমপি মশিউর রহমানসহ অন্তত ১০ প্রার্থীর আবেদনে সাড়া দেয়নি হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দির বেঞ্চ আবেদনগুলোর শুনানি নিয়ে আউট অব লিস্ট (কার্যতালিকা থেকে বাদ) করে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম জানান, প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেয়া আদেশ চ্যালেঞ্জ করে সংশ্লিষ্টরা রিট করেন। আদালত শুনানি নিয়ে আদেশ দিতে রাজি না হয়ে রুহুল আমিন হাওলাদারসহ অন্তত ১০টি রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন রুহুল আমিন হাওলাদার। তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ রয়েছে। এছাড়া মীর হেলাল, মীর নাছির ও মশিউর রহমান দণ্ডপ্রাপ্ত আসামি এবং অন্যদের বিরুদ্ধেও নানা অভিযোগ রয়েছে।