দেশের পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে স্থানীয় সরকার নির্বাচনে তিন নতুন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলীয় দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়র পদে মনোনীত প্রার্থীরা হলেন রাজশাহীতে এএইচএম খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আবদুল খালেক, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, গাজীপুরে অ্যাডভোকেট আজমতুল্লাহ খান ও সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী।
আরও পড়ুন: ৫ সিটি কর্পোরেশনের নির্বাচন: আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা শনিবার
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার মেয়র পদে তিনজন নতুন মুখ আনা হয়েছে এবং বাকিরা বর্তমান মেয়র।
গত ৩ এপ্রিল পাঁচ সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মনোনয়ন বোর্ডের বৈঠকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফরুল্লাহ, ড. মো.আব্দুর রাজ্জাক ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৫ সিটি নির্বাচনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ৪১ প্রার্থী