বিএনপি প্রধানের সাথে তার স্বজনরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) দেখা করতে গেলে তিনি এ মন্তব্য করেন।
তার সাথে দেখা করে বের হয়ে সেলিমা সাংবাদিকদের বলেন, ‘এটি নজিরবিহীন। বয়স এবং অসুস্থতার কথা বিবেচনা করে তাকে জামিন দেয়া উচিত ছিল। জামিন দেয়া মানে তো কাউকে ছেড়ে দেয়া বা মুক্তি দেয়া না। তাকে জামিন দিতে পারত, কিন্তু তারা (বিচারক) দিলেন না। তিনিও (খালেদা) বলেছেন এটি নজিরবিহীন।’
খালেদার শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সেলিমা বলেন, তার অবস্থা খারাপ। ‘তিনি বসতে বা দাঁড়াতে পারেন না। তিনি খেতে পারেন না। কিছু খেলেই বমির ভাব হয়। তার পেটে ব্যথাও হচ্ছে।’
তিনি আরও জানান, বিএনপি প্রধান এতই অসুস্থ যে তিনি হাঁটাচলা করতে পারছেন না।
তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে সেলিমা বলেন, তার খালি পেটে সুগারের লেভেল কখনো ১২ এর নিচে আসে না। আজ তা ছিল ১৪। এ পর্যায়ে তার উন্নত চিকিৎসা দরকার বলে মন্তব্য করেন সেলিমা।
তিনি অভিযোগ করেন যে খালেদা বিএসএমএমইউতে সুচিকিৎসা পাচ্ছেন না। ‘তার পেটে ব্যথা হচ্ছে। এখানে তিনি ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। এখানে তিনি কীভাবে বাঁচবেন?’
সেলিমা জানান, বিএনপি চেয়ারপার্সন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ‘আমরা আর কী করতে পারি?’
খালেদার প্যারোলে মুক্তি নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সেলিমা না-বাচক উত্তর দেন।
উল্লেখ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১২ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সনের জামিন আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ।