‘মির্জা ফখরুল কেঁচো খুঁড়তে চাইলে বিষধর সাপ বেরিয়ে আসবে। তিনি খালেদা জিয়াকে কোথায় লুকিয়ে রেখেছিলেন? তিনি যে রহস্য উন্মোচন করতে চাচ্ছেন এর সঙ্গে এ হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখতে হবে,’ যোগ করেন তিনি।
পিলখানা হত্যাকাণ্ডের কারণ এখনো উদ্ঘাটিত হয়নি বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যের জবাবে মঙ্গলবার ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন।
আসন্ন উপজেলা নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, এখনো কেন্দ্রীয় মনোনয়ন চূড়ান্ত হয়নি। তিনটি জরিপের প্রতিবেদনের সাথে তৃণমূল থেকে পাঠানো তালিকা দেখে দলের ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড শুধু চেয়ারম্যান পদে মনোনয়ন ঘোষণা করবে।
তিনি আরও জানান, বিএনপির উপজেলা নির্বাচনে অংশ না নেয়ার নির্দেশ না মেনে তৃণমূলের নেতারা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। প্রথম ধাপে সাতজন এবং দ্বিতীয় ধাপে ৩৭ জন মনোনয়ন নিয়েছেন বলে তথ্য এসেছে।
কূটনীতিকদের সাথে সাক্ষাৎ করে বিএনপির অভিযোগ নিয়ে তিনি বলেন, খালেদা জিয়া যতটা না অসুস্থ তার চেয়ে সেটা বেশি দেখিয়ে রাজনীতি করা হচ্ছে। তারা বিষয়টিতে রাজনৈতিক রঙ দিতে চাইছেন। বিএনপি নীতি-নির্ধারণে দুর্বল ও নেতিবাচক রাজনীতির কারণে ক্রমাগত জনসমর্থন হারাচ্ছে। তারা নির্বাচনেও ব্যর্থ আন্দোলনেও ব্যর্থ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা প্রসঙ্গে কাদের বলেন, ‘এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে তাকে সংগতি রাখতে হবে। আমরা তাকে রাজনীতি থেকে অবসর নিতে দেব না। গত ৪৩ বছরে কেউ সততা, যোগ্যতা ও দক্ষতায় তাকে অতিক্রম করতে পারেননি। তিনি নিজেকেই নিজে অতিক্রম করেছেন। ইচ্ছে করলেই তিনি রাজনীতি ছেড়ে চলে যেতে পারেন না।’
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।