কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ০৩ ডিসেম্বর (ইউএনবি)- জমকালো আয়োজনের মধ্যে দিয়ে রবিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব- ১৪২৫ পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তন আয়োজিত উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমরান কবির চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. বাজী কামাল উদ্দিন ও বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিভাগের শিক্ষকগণ।
সবশেষে উপাচার্য ঐতিহ্যবাহী মুরগী লড়াই ও চেয়ার খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দিনব্যাপী এই আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী-অভিভাবকসব বিপুল সংখ্যক মানুষ এই অনুষ্ঠান উপভোগ করেন।