সিঙ্গাপুর থেকে ভার্চ্যুয়ালি ক্যাম্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করে গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান বলেন, এক্সক্লুসিভ এই আর্ট ক্যাম্পটির মাধ্যমে গ্যালারি কসমসের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানানো হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেখি এবং অনুসরণ করি। বাংলাদেশের আলোকবর্তিকা এবং বিশ্বের অন্যতম সেরা নেত্রী শেখ হাসিনা অনেক ত্যাগ ও কঠিন পথ পাড়ি দিয়ে আজকের অবস্থানে এসেছেন- তার দূরদর্শী নেতৃত্ব আমাদের সব সময় নির্দেশনা দিয়েছে, আমাদের অনুপ্রাণিত করেছে এবং এই বিশেষ আর্ট ক্যাম্পটি সত্যিকার অর্থে ইতিহাসে ন্যায়ের পক্ষে থাকা আমাদের প্রধানমন্ত্রীর প্রতি গ্যালারি কসমস থেকে শ্রদ্ধা।’
রাজধানীর মালিবাগে কসমস সেন্টারে দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এ ক্যাম্পে দেশের ২২ শীর্ষস্থানীয় ও প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পী অংশ নিয়েছেন।
প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, জামাল আহমেদ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার, হাসুরা আক্তার রুমকি ও সুরভী শ্রুতি এ আর্ট ক্যাম্পে অংশ নেন।
প্রদর্শনীতে যাওয়ার সময় দর্শকদের (একসাথে সর্বোচ্চ ২০ জন) পুরো সময় মাস্ক পরতে এবং শারীরিক দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হয়।
গ্যালারি কসমসের ডিরেক্টর তেহমিনা এনায়েত ভ্যাঙ্কুভার থেকে অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।
তিনি বলেন, ‘আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গ্যালারি কসমস বাংলাদেশের ২২ জন বিশিষ্ট শিল্পী নিয়ে এই বিশেষ আর্ট ক্যাম্পের আয়োজন করছে।’
‘এই বিশেষ আর্ট ক্যাম্পটি একটি গৌরবময় সুযোগ, যার মধ্য দিয়ে আমরা প্রতিভাবান শিল্পীদের ক্যানভাসগুলো থেকে আমাদের প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এবং ঘটনাবহুল জীবনের বিষয়গুলো অনুধাবন করছি।’
গ্যালারি কসমসের এক্সিকিউটিভ আর্টিস্টিক ম্যানেজার সৌরভ চৌধুরী প্রধানমন্ত্রীর এই বিশেষ ক্যাম্পে যোগদান করে ক্যাম্পকে সাফল্যমণ্ডিত করায় শিল্পীদের ধন্যবাদ জানান।
রাজধানীর মালিবাগের কসমস সেন্টারে আগামী দুই মাস এ আর্ট ক্যাম্পের প্রদর্শনী চলবে বলে এনায়েতুল্লাহ খান ঘোষণা করেন।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আর্ট ক্যাম্প