তিনি বলেন, ‘কোনো কিছু লেখা সহজ আর কিছু বলা তো আরও সহজ। কিন্তু শিল্পকর্মের মধ্যে কিছু ফুটিয়ে তোলা কঠিন কাজ। কারণ এতে দরকার বড় ধরনের কাল্পনিক শক্তি ও সৃজনশীলতা।’
রাজধানীর কসমস সেন্টারে ২১ শিল্পীর কাজ নিয়ে ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ শীর্ষক দুই মাসব্যাপী শিল্পকর্ম প্রদর্শনী ভার্চুয়ালি উদ্বোধনকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
আরও পড়ুন: গ্যালারি কসমসের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম ভার্চুয়াল প্রদর্শনী অনুষ্ঠিত
স্বাধীনতাবিরোধী শক্তিকে মোকাবিলা করার জন্য শিল্প চর্চার প্রতি গুরুত্বারোপ করে হাছান মাহমুদ বলেন, শিল্প-সাহিত্যের মতো সৃজনশীল কাজের জন্য হৃদয় উজাড় করা ভালোবাসা ও নিষ্ঠা প্রয়োজন।
‘এসব শিল্পী যা করেছেন তা তার (শেখ হাসিনা) প্রতি তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা ও নিষ্ঠা দিয়ে করেছেন। তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি,’ বলেন তিনি।
এ প্রদর্শনী আয়োজন করায় মন্ত্রী গ্যালারি কসমসকেও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে গ্যালারি কসমসের চেয়ারম্যান এনায়েতুল্লাহ খান জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, শেখ হাসিনা নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অত্যন্ত নিবেদিত ও আন্তরিকতার সাথে কাজ করছেন। ‘এ ত্যাগ ও অঙ্গীকার আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। আজকের এ প্রদর্শনী আমাদের তেমন অঙ্গীকারের সামান্য প্রতিফলন মাত্র।’
‘আমরা বাংলাদেশের সোনালি ভবিষ্যতের চিহ্নও শেখ হাসিনার মাঝে দেখতে পাই। তিনিই খুনিদের গুলিতে নিহত বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন,’ বলেন এনায়েতুল্লাহ খান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে গ্যালারি কসমসের আর্ট ক্যাম্প
আরও পড়ুন: গ্যালারি কসমসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘটনাবহুল জীবন প্রদর্শিত
তিনি বলেন, শেখ হাসিনা সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের প্রতীক, বাঙালি নবজাগরণের আলোকবর্তিকা এবং ভবিষ্যত বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা। ‘বাঙালির কল্যাণের জন্য তার নিরন্তর উদ্বেগের কারণে তিনি তাদের হৃদয়ে স্থায়ী আসন পেয়েছেন।’
এনায়েতুল্লাহ খান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ ২১ শতকের দিকে এগিয়ে চলেছে। ‘আমাদের আজকের এ আর্ট ক্যাম্প তার প্রতি এক নিবেদন।’
তিনি জানান, এ শিল্পকর্ম নিয়ে কসমস বুকস দু-এক মাসের মধ্যে একটি বই প্রকাশ করবে।
গ্যালারি কসমসের পরিচালক তাহমিনা এনায়েত এ সময় বলেন, বঙ্গবন্ধুর বড় মেয়ে শেখ হাসিনা দেশের উন্নয়ন এবং জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রখ্যাত ও প্রতিশ্রুতিশীল ২১ শিল্পীর ২১ শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তাহমিনা এনায়েত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আরও পড়ুন: শেখ হাসিনাকে নিয়ে কসমস সেন্টারে প্রদর্শনী শুরু শনিবার
আরও পড়ুন: কসমস ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের মধ্যে সমঝোতা স্মারক সই
কসমস সেন্টারে এ প্রদর্শনী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। স্বাস্থ্যবিধি মেনে একসাথে শুধু ২০ দর্শনার্থী এতে প্রবেশ করতে পারবেন।
দর্শনার্থীদের প্রদর্শনী ঘুরে দেখার সময় মাস্ক পরে থাকতে এবং পরস্পর থেকে যথাযথ দূরত্ব মেনে চলতে বলা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গ্যালারি কসমস সম্প্রতি কসমস আতেলিয়ার৭১-এর সাথে যৌথভাবে কসমস ফাউন্ডেশনের সহায়তায় বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে। সেখানে সৃষ্টি হওয়া শিল্পকর্মগুলো নিয়েই প্রদর্শনীটি হচ্ছে।