উপন্যাস দুইটি হলো সবুজডানা ও সমুদ্রগামিনী। দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিক বইগুলোর প্রতিটির দাম রাখা হয়েছে দুইশত টাকা।
সৃজনশীল ও মননশীল উভয় ভুবনেই নিয়মিত শিল্পী শাহমুব জুয়েলের সমুদ্রগামিনী নামের উপন্যাসের প্রচ্ছদ করেছেন আল নোমান আর সবুজডানা উপন্যাসের প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
সমুদ্রগামিনী উপন্যাসের ভূমিকাতে ড. ফজলুল হক সৈকত বলেন পাঠকের কাছে পরিচিত হয়ে ওঠেছে শাহমুব জুয়েলের সাহিত্য। সমুদ্রগামিনী উপন্যাসে তিনি জীবনের ব্যাপকতাকে স্পর্শ করার চেষ্টা করেছেন। গ্রামীণ ও প্রাকৃতিক প্রতিবেশের বিপুল-স্বপ্নজাগানিয়া শোভার পাশাপাশি এখানে উঠে এসেছে শহুরে জীবনের বৈচিত্র্যও।
অন্যদিকে, কথাসাহিত্যিক শাহমুব জুয়েলের সবুজডানা উপন্যাসের ভুমিকা লিখেছেন গওহর গালিব। এতে তিনি বলেন, লেখক মাত্রই তার সময় ও সমাজকে চিহ্নিত করার ক্ষেত্রে সচেষ্ট থাকবেন। সে চেষ্টারই এক সার্থক স্মারক ‘সবুজডানা’ উপন্যাসটি।
এ উপন্যাসের প্রধানতম দুটি চরিত্র তরুণ ও মৌমিতা জীবনের সেই মঙ্গলময় ঋদ্ধ জীবনার্থকেই প্রোজ্জ্বল করে তুলেছে। লেখকের সৃষ্টিক্ষমপ্রজ্ঞায় চরিত্রদুটি হয়ে উঠেছে বহমান সময়ের সূর্য সারথি। পাশাপাশি প্রেক্ষাপট ও পরিপ্রেক্ষিতের যে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছে এ উপন্যাসে; তা যেন নতুন হয়ে ধরা দেয় আমাদের চোখে।