শুক্রবার সকাল ১০টায় মাদারীপুরের শিবচর উপজেলার চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটোরিয়ামে দিনব্যাপী এই কার্যক্রম শুরু হয়।
যৌথভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমের আয়োজন করে শিবচর উপজেলা সমিতি, ঢাকা এবং বাংলাদেশ নিউট্রিশন ও ডায়টেটিক ফোরাম (বিএনডিএফ)।
এদিন এক হাজারেরও বেশি রোগীকে পুষ্টিসেবা প্রদান, চক্ষু পরীক্ষা ও পরামর্শ, হাড়ের ক্ষয় রোগ নির্ণয়, হৃদরোগ সমস্যা, শিশুরোগ, ডায়াবেটিক ও কিডনি রোগ, মেডিসিন, স্ত্রীরোগ, রক্তের গ্লুকোজ পরীক্ষা এবং নাক, কান ও গলার সমস্যাসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা ও পরামর্শ দেয়া হয়। একইসাথে সেবাগ্রহীতাদের মাঝে বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
শিবচর উপজেলা সমিতির সাধারণ সম্পাদক এস এম লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুর-ই-আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান এমপি।
এছাড়া, বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের এই কার্যক্রমে অংশ নেন ঢাকার বারডেম হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান এবং বিএনডিএফ’র সাধারণ সম্পাদক শামসুন্নাহার মহুয়া, অ্যাপোলো হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান এবং বিএনডিএফ’র সাংগঠনিক সম্পাদক তামান্না চৌধুরীসহ বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।