নড়াইলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম এবং প্রেম ও বিদ্রোহের অমর কবি জাতীয় কবি কাজী নজরুলের ৪৬তম প্রয়াণ দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দু’কবির জীবন ও সৃষ্টির ওপর আলোচনা সভা অুনষ্ঠিত হয়েছে।
নড়াইল জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে শনিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান।
আরও পড়ুন: গুগল ডুডলে কাজী নজরুলের ১২১তম জন্মবার্ষিকী
অনুষ্ঠানে জাতীয় কবি নজরুল ইসলামের জীবন ও সৃষ্টির ওপর নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টির ওপর নড়াইল আব্দুল হাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান আলোচনা করেন।
আরও পড়ুন: টিআইসিতে তির্যকের নাটক রবীন্দ্রনাথের ‘রাজা’
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুন্ডু, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, রওশন আরা কবির লিলি, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মূর্ছনা সংগীত নিকেতনের সভাপতি শামীমূল ইসলাম টুলু, জেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম খান লুলু, মুন্সি আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সংগঠনের শিল্পীরা সংগীত-কবিতা ও নৃত্য পরিবেশন করেন।
আরও পড়ুন: শিশুদের শিল্প, সংস্কৃতি চর্চায় উৎসাহিত করতে ইরানি রাষ্ট্রদূতের আহ্বান