কর্মসূচির পরিচালনা ও নেতৃত্বে রয়েছেন সিরামিক শিল্পের প্রখ্যাত শিল্পী অসীম হালদার সাগর এবং সহযোগিতায় থাকছে আর্টপ্রো।
কসমস-আতেলিয়ার৭১ স্টুডিওর সদস্যরা এতে অংশ নিচ্ছেন।
অংশগ্রহণকারীরা হলেন- সুজিত সরকার, নাসরিন জাহান অনিকা, ড. মোহাম্মদ এমদাদুর রাশেদ, মিনহাজ-উল-ইসলাম সুদীপ্ত, কামরুজ্জোহা, অজয় স্যান্নাল, রাসেল রানা, শিপ্রা বিশ্বাস, ফয়সাল আবির, মো. ফায়জুল ইসলাম, তাহেরা তানজিম জুতি, জয়ন্ত সরকার জন, নবনিতা চৌধুরী, উপমা হায়দার, তানজিমা তাবাসসুম এশা, রাফিউজ্জামান রিদম, আবু কালাম শামসুদ্দিন, শম্পা হালদার, জাকিয়া আফরোজ, আহসানা নাসরিন হক অঙ্গনা, হুমায়রা কবির, জান্নাতুল তামান্না লিজা, তানিম রহমান, ফারিয়া রহমান, মো. সামিন ইয়াসির, মো. শাহেদ হোসেন, সাবিনা ইয়াসমিন, রাজিব মাহবুব, দীপ্ত মোদক, শ্রী বিষ্ণু চন্দ্র দে, শৈবাল সাহা, উম্মে মাবরুকা, মো. তরিকুল ইসলাম হীরক, এসএম এহসান, শাহিদা আকতার, মুসলিমা রহমান মুন, সাকিব সেলিম, প্রদীপ্ত বালা, প্রসূন হালদার, আতিয়া মাইবাম, ইমাম মাহদি, রাজু আহমেদ, শাহেদ উল হক খান আবির, সামিয়া প্রমা প্রমুখ।
এ সিরামিক আর্ট প্রজেক্ট কসমস সেন্টারের কসমস-আতেলিয়ার৭১ প্রিন্টমেকিং স্টুডিওতে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।