রাজধানীর কসমস সেন্টারের ‘কসমস আতেলিয়ার৭’ –এ ওইদিন (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় উদ্বোধানী অনুষ্ঠান হবে।
আন্তর্জাতিকভাবে খ্যাতিমান শিল্পী শাহাবুদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করবেন।
প্রদর্শনীতে শিল্পী সুখময় মজুমদারের ২১টি শিল্পকর্ম স্থান পাবে এবং উদ্বোধনের পর প্রদর্শনী ২৬ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রসঙ্গত, সুখময় মজুমদার একজন কলকাতা-ভিত্তিক সমকালীন চিত্রশিল্পী। কলকাতার আমহার্স্ট স্ট্রিটের এ বাসিন্দা পড়াশোনা করেছেন মিত্র ইনস্টিটিউশন, সেন্ট পল’স কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে। ১৯৮৭ সালে মুম্বাইয়ে তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
মানুষকে কেন্দ্র করে আঁকা প্রতিকৃতি, তাদের মুখাবয়ব ও অভিব্যক্তি, সেই সাথে প্রকৃতি-অনুপ্রাণিত বিমূর্ত ভাব তার চিত্রকর্মকে এনে দিয়েছে স্বতন্ত্র শৈলী। ভারত ও বাংলাদেশ জুড়ে বহু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে স্ব-শিক্ষিত এ শিল্পীর।
১৯৬২ সালের ২১ জুলাই জন্ম নেয়া সুখময়ের বাবা ও মা উভয়ের আদি নিবাস বাংলাদেশে। সীমান্তের উভয় পাশে সুখময়ের শিকড় গভীরে প্রোথিত এবং তিনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মাঝে শিল্পবিষয়ক যৌথ উদ্যোগের সম্প্রসারণ দেখতে চান।