রাজধানীর কসমস সেন্টারে চলমান দুই মাসব্যাপী চিত্র প্রদর্শনী ‘শেখ হাসিনা: অন দ্য রাইট সাইড অব হিস্ট্রি’ দেখতে এসে তিনি বলেন, ‘একটা জিনিস আমাকে খুব মুগ্ধ করেছে। আমি একটা জিনিস একই দেখতে পাচ্ছি, তার অবিচলিত চোখ, দৃঢ়চিত্তের চেহারা। এ এক মায়ের শক্তিশালী বলিষ্ঠ মাতৃসুলভ চরিত্রের উপস্থাপনা।’
রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিব্যক্তিতে এক বিশেষ দৃষ্টিভঙ্গি রয়েছে এবং প্রতিটি শিল্পকর্মই তার জীবনের বিভিন্ন পর্যায়ের চিত্রে এটিকে ভালোভাবে চিত্রিত করা হয়েছে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ছবি নিয়ে অ্যালবাম তৈরির কাজ করছি: পাকিস্তানি হাইকমিশনার
কসমস গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মাসুদ জামিল খান হাইকমিশনারকে স্বাগত জানান এবং প্রদর্শনীর বিষয়ে তাকে অবহিত করেন।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, কসমস গ্রুপ তাকে আবার শিল্পে ফিরিয়ে নিয়ে গেছে। কসমস গ্রুপকে বাংলাদেশের অন্যতম শিল্পকর্ম ও শিল্পীদের পৃষ্ঠপোষক বলে অভিহিত করেন তিনি।
এখানে উপস্থিত হতে পেরে মুগ্ধ হয়েছেন এবং কৃতজ্ঞতা জানিয়ে রাষ্ট্রদূত তাবাজারা বলেন, দুই দেশের মধ্যে অনেক বিষয়ে মিল রয়েছে, একে অপরের মধ্যে শেয়ার করে নেয়ার মতো অনেক বিষয় রয়েছে।
আরও পড়ুন: মানুষে-মানুষে বন্ধন বাড়িয়ে তুলতে পারে শিল্প: ভিয়েতনামের রাষ্ট্রদূত
শিল্পের মাধ্যমে দুই দেশের মধ্যকার বন্ধুত্বকে আরও জোরদার করতে দু’দেশের মধ্যে শিল্পীদের আদান-প্রদানের উপর জোর দিয়েছেন তিনি।
মাসুদ খান বলেন, সমাজকে শিল্প ও সংস্কৃতির বিশাল মূল্যবোধকে স্বীকৃতি দেয়া দরকার কারণ এটি ইতিহাসের এবং আবেগ-অনুভূতির উৎস হিসেবে কাজ করে।
শিল্প মানুষকে একত্রিত করে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের (বাংলাদেশ ও ব্রাজিল) মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং দুদেশেরই ফুটবলের প্রতি আগ্রহ রয়েছে।’
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মাসুদ খান বলেন, ‘শিল্প এমন এক বিষয় যা দর্শকদের আবেগ এবং চিন্তার খোরাক দেয়। কোভিড-১৯ মহামারির এই সংকটময় সময়ে আমাদের সমাজের জন্য শিল্প আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
মাসুদ খান বলেন, প্রদর্শনীর সবগুলো শিল্পকর্ম স্বতন্ত্র ও সুন্দর এবং প্রতিবার পরিদর্শনে ছবিগুলোর মধ্যে নতুন কিছু খুঁজে পাওয়া যায়।
ব্রাজিলের রাষ্ট্রদূত কসমস সেন্টারে কসমস গ্রুপের বিভিন্ন বিভাগ- কসমস আতেলিয়ার৭১, সংবাদ সংস্থা ইউএনবি’র নিউজরুম এবং ওয়াইল্ডটিমের কার্যালয় পরিদর্শন করেন।
এর আগে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর, ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন ও পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকি এ শিল্প প্রদর্শনী পরিদর্শন করেন।
গত বছরের ১৫ ডিসেম্বর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আনুষ্ঠানিকভাবে এ শিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন।
কসমস ফাউন্ডেশনের সহায়তায় গ্যালারি কসমস সম্প্রতি কসমস আতেলিয়ার৭১-এর সাথে যৌথভাবে বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক আর্ট ক্যাম্পের আয়োজন করে।
আরও পড়ুন: কসমস সেন্টারে প্রধানমন্ত্রীকে নিয়ে প্রদর্শনী দেখলেন মার্কিন রাষ্ট্রদূত
শিল্পকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে: দোরাইস্বামী
ক্যাম্পে প্রখ্যাত শিল্পী অলকেশ ঘোষ, আহমেদ শামসুদ্দোহা, শেখ আফজাল, নাসির আলী মামুন, বিশ্বজিৎ গোস্বামী, রত্নেশ্বর শুত্রধর, রাসেল কান্তি, মনজুর রশিদ, সৌরভ চৌধুরী, মানিক বনিক, জয়ন্ত সরকার, আজমল হোসেন, ফিদা হোসেন, অমিত নন্দী, দিদারুল লিমন, তামান্না আফরোজ, ফাহিম চৌধুরী, মিসকাতুল আবির, প্রসূন হালদার, হাসুরা আক্তার রুমকি ও সুরভী আক্তার অংশ নেন। আর্ট ক্যাম্পে অংশ নিয়ে তাদের আঁকা শিল্পকর্মগুলো দিয়েই প্রদর্শনীটি করা হচ্ছে।
কসমস সেন্টারে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একসাথে মাত্র ২০ জন দর্শনার্থী পরিদর্শনের সুযোগ পাচ্ছেন। পরিদর্শনের সময় দর্শনার্থীদের সব সময় মাস্ক পরে থাকা এবং পরস্পর থেকে যথাযথ দূরত্ব বজায় রাখতে বলা হচ্ছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে শিল্পীরা চমৎকার কাজ করেছেন: তথ্যমন্ত্রী
গ্যালারি কসমসের আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম ভার্চুয়াল প্রদর্শনী অনুষ্ঠিত