অভিযুক্ত নাফিজ উদ্দিন চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের লাল খান বাড়ির মৃত সুলতান আহমদের ছেলে।
এ ব্যাপারে রবিবার রাতে সাংবাদিক শফি উল্যাহ রিপন বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতন
সরকারি জমির মাটি বিক্রি হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত ১ মার্চ সোনাগাজীর চরসাহাভিকারী গ্রামের স্লুইজগেট এলাকায় যান ইউএনবির প্রতিনিধি। সেখানে তিনি দেখতে পান, প্রভাষক নাফিজ উদ্দিন পানি উন্নয়ন বোর্ডের ইজারাকৃত জমি থেকে মাটি কেটে তা ইটভাটায় বিক্রি করছেন। সাংবাদিক আসার খবরে মাটিয়ালরা ট্রাকসহ পালিয়ে যায়। এ ব্যাপারে প্রভাষক নাফিজ উদ্দিন সাংবাদিকদের সাথে মুঠোফোনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। বেশি প্রশ্ন করলে তিনি চাঁদাবাজির মামলায় ফাঁসানোর হুমকি দেন। বিয়য়টি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিনকে জানানো হয়।
আরও পড়ুন: মানিকগঞ্জে তিন সাংবাদিকের ওপর হামলা, গ্রেপ্তার ১
এ ঘটনায় গত রবিবার সন্ধ্যায় নাফিজ উদ্দিন সাংবাদিক শফি উল্যাহ রিপনকে সোনাগাজী প্রেস ক্লাবের সামনে পেয়ে অশ্লীল ভাষায় গালাগাল করে মারধর করতে উদ্যত হন ও প্রকাশ্যে হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি সোনাগাজীতে কর্মরত সাংবাদিকদের অবগত করে রবিবার রাতে জীবনের নিরাপত্তা চেয়ে মডেল থানায় একটি জিডি করেন।
আরও পড়ুন: ত্রাণ বিতরণে অনিয়ম: সংবাদ প্রচার করায় সাংবাদিকের ওপর হামলা
এ বিষয়ে সাংবাদিক শফি উল্যাহ রিপন বলেন, পানি উন্নয়ন বোর্ডের ইজারাকৃত জমি থেকে মাটি বিক্রি করার তথ্য পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. জহির উদ্দিনকে জানালে তিনি তদন্ত পূর্বক ব্যবস্থা নেবেন বলে জানান। এতে নাফিস উদ্দিন আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে।
আরও পড়ুন: সিটি নির্বাচনে সাংবাদিকের ওপর হামলায় অভিযুক্ত একজন রিমান্ডে
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সাংবাদিক শফি উল্যাহ রিপন একটি সাধারণ ডায়েরি (জিডি) দিয়েছেন। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।