চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।
অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ (রবিবার) সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ শুরু করেন।
আরও পড়ুন: রেল কর্মীদের অবরোধ: ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা তাদের দাবিতে অটল এবং এখন রেললাইনে অবস্থান করছেন।
এ বিষয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ইউএনবিকে বলেন, তাদের দাবি ‘যৌক্তিক’ না। তারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। তাদের চাকরি স্থায়ী করার সুয়োগ নেই।
তিনি আরও বলেন, ‘যদি আউটসোসিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাহলে তাদেরকে নেওয়ার জন্য বলা হবে।’
আরও পড়ুন: ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ