যোগাযোগ বিচ্ছিন্ন
অস্থায়ী রেল শ্রমিকদের মালিবাগ রেলগেটে অবরোধ, সারাদেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।
অবরোধের ফলে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আজ (রবিবার) সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ শুরু করেন।
আরও পড়ুন: রেল কর্মীদের অবরোধ: ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক
কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস অবরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রমিকরা তাদের দাবিতে অটল এবং এখন রেললাইনে অবস্থান করছেন।
এ বিষয়ে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন ইউএনবিকে বলেন, তাদের দাবি ‘যৌক্তিক’ না। তারা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে। তাদের চাকরি স্থায়ী করার সুয়োগ নেই।
তিনি আরও বলেন, ‘যদি আউটসোসিংয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয় তাহলে তাদেরকে নেওয়ার জন্য বলা হবে।’
আরও পড়ুন: ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
ট্রেন লাইনচ্যুত হয়ে সারাদেশের সঙ্গে খুলনার ট্রেন যোগাযোগ বন্ধ
১ বছর আগে
তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, সারাদেশের সঙ্গে খুলনার যোগাযোগ বিচ্ছিন্ন
খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের গার্ড বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
তেলবাহী রেল গাড়িটি খালি অবস্থায় সান্তাহার থেকে খুলনায় ফিরছিল। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
সোমবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তরের সামনে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রেনের বগি লাইনচ্যুত
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমেদ ঘটনার সত্যতা শিকার করে বলেন, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
এছাড়া তেলের রেল গাড়ির পিছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত দৌলতপুর রেল পুলিশের ক্যাম্পের ক্যাম্প ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
খুব শিগগিরই বিটি রেল লাইন থেকে অপসারণ করে রেল যোগাযোগ সচল করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে ৭ দিনের ব্যবধানে ফের একই ট্রেন লাইনচ্যুত
ময়মনসিংহে মালবাহী ট্রেন লাইনচ্যুত
১ বছর আগে
ফরিদপুরে বিএনপির সমাবেশ: ৫ জেলার সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বরিশালসহ দক্ষিণাঞ্চলের ৫টি জেলার সঙ্গে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার সকাল ৬টা থেকে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠী, বরগুনা ও পিরোজপুর থেকে ঢাকা রুটে বাস চলাচল করছে না। এতে পর্যটনকেন্দ্র কুয়াকাটার সঙ্গেও রাজধানীর বাস চলাচল বন্ধ হয়ে যায়। এনিয়ে এক সপ্তাহের ব্যবধানে মোট চারদিন বরিশালে দুরপাল্লার বাস চলাচল বন্ধ হলো।
ঢাকা রুটে বাস বন্ধের পূর্ব ঘোষণা না থাকায় যাত্রীরা বিপাকে পড়েছেন। ঢাকামুখী যাত্রীদের বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যেতে দেখা গেছে।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
ঢাকা রুটে বাস চলাচল বন্ধের সত্যতা নিশ্চিত করে বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু জানান, বৃহত্তর ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্র ও শনিবার ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসগুলো ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহন ধর্মঘট থাকায় ওই জেলার সড়পথে বাস চলাচল করতে দেবেন না ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীর বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বরিশাল-ঢাকা রুটের ইলিশ পরিবহনের চালক মো. ফিরোজ জানান, রাজধানীর সঙ্গে বাস চলাচল শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
উল্লেখ্য, শনিবার ফরিদপুরে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ সমাবেশকে কেন্দ্র করে ফরিদপুরে বাসসহ সব ধরনের যান্ত্রিক যানবাহন শুক্র ও শনিবার বন্ধ ঘোষণা করা হয়েছে।
এর আগে গত শনিবার (৫ নভেম্বর) বরিশাল বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দুইদিন বরিশালে বাসসহ সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ রাখা হয়েছিল।
আরও পড়ুন: ফরিদপুরে বিএনপির সমাবেশ: ৩৮ ঘন্টার পরিবহন ধর্মঘট শুরু
বিএনপির আরেকটি সমাবেশ, আরেকটি পরিবহন ধর্মঘট: এবার ফরিদপুরে
২ বছর আগে
তিস্তার ঢলে লালমনিরহাট-রংপুর সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন
তিস্তার প্রবল স্রোতে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা-রংপুর সংযোগ সড়কের পাকা রাস্তা ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে দুই জেলার সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাকিনা রুদ্রশ্বর মিলনবাজার এলাকার গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুর থেকে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেয়ে নদীর গতিপথ পরির্বতন হয়ে কাকিনার রুদ্রেশ্বর গ্রামে ঢুকে যায়। গঙ্গাচড়া শেখ হাসিনা দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে চাপ পেয়ে তা ধসে যায়। ফলে লালমনিরহাট জেলার সাথে রংপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এদিকে রাত থেকে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে পানিবন্দি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সেনাবাহিনীর সদস্যরা কাজ শুরু করেছেন। উদ্ধার কার্যক্রমে উপজেলা প্রসাশনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা সহায়তা করছেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, সড়ক ধসে যাওয়ায় কাকিনা-রংপুর যোগাযোগ বন্ধ রয়েছে।
পড়ুন: তিস্তার পানি বিপদসীমার ওপরে, রেড অ্যালার্ট জারি
৩ বছর আগে
মুন্সিগঞ্জে বেইলি সেতু ধসে যোগাযোগ বিচ্ছিন্ন
ঢাকা-দিঘিরপাড় সড়কের পুরু বাজার বেইলি সেতু মঙ্গলবার সকালে কাঠের গুঁড়ি ভর্তি ট্রাকসহ ধসে পড়ায় দিঘিরপার ও আশপাশের এলাকার সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
৪ বছর আগে
ফরিদপুরে ৫ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন
করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে মাদারীপুর সীমান্ত সংলগ্ন ফরিদপুরের দুটি উপজেলার পাঁচ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।
৪ বছর আগে