বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় নয়জন ও উপসর্গ নিয়ে পাঁচজন মারা গেছেন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৭৩ জনের।
শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে পাঁচ জনের এবং করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়। নতুনদের নিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮৫ জনে।
আরও পড়ুন: করোনায় চলে গেলেন সাংবাদিক ডালিম
একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৭৩ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৫৯২ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে মোট ৪৫৩ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ২৩ হাজার ২৮২ জন সুস্থ হয়েছেন।
আরও পড়ুন: করোনা: ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৮ মৃত্যু, আক্রান্ত ১৭১
এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্র জানায়, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনা আইসোলেশন ওয়ার্ডে ১৭ জন ও করোনা ওয়ার্ডে দুই জন ভর্তি হয়েছেন।
করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ১৯৪ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫৭ জন করোনা ওয়ার্ডে এবং ১৩৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। আরটি পিসিআর ল্যাবে মোট ১৯৬ জনের নমুনা পরীক্ষা করানো হয়। এর মধ্যে শনাক্তের হার ২৮ শতাংশ।