বর্তমানে যমুনা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সিরাজগঞ্জে বন্যার আশংকা করছেন স্থনীয়রা।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, কয়েকদিন আগে এ যমুনার নদীর পানি অস্বাভাবিকভাবে বেড়েছিল। আবারও উজানের ঢল ও টানা বর্ষণে যমুনা নদীর পানি বাড়ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
এদিকে, যমুনায় আবারও পানি বাড়ার সাথে সাথে যমুনার তীরবর্তী শাহজাদপুর, বেলকুচি, চৌহালী, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল ডুবে গেছে।
কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, আবারও পানি বেড়ে যাওয়ায় যমুনার তীরবর্তী ওই ৫টি উপজেলার নিম্নাঞ্চলের বিশেষ করে তিল, পাট, কাউনসহ বিভিন্ন ফসল ডুবে গেছে। কয়েকদিন আগে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় এ অঞ্চলের শাক-সবজিসহ বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে।
এতে কৃষকরা আউশ রোপার বীজতলাসহ নতুন সবজির বাগান তৈরি করতে পারছেন না বলে উল্লেখ করেন তারা।