সোমবার দুপুরের পর লাগা এ আগুনে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
জেম জুট মিলের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন খালেদ জানান, দুপুর আড়াইটার দিকে পাটের গোডাউনে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তেঁতুলিয়া ও পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জেম জুট মিলের ডেপুটি ম্যানেজার (প্রোডাকশন) দেলোয়ার হোসেন জানান, আগুনে চার হাজার মণ পাট পুড়ে গেছে। গোডাউনে রাখা পাটের ৯০ শতাংশই পুড়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ লাখ টাকা।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াদুদ হোসেন বলেন, দুপুর আড়াইটার দিকে আমরা আগুন লাগার খবর পাই। পঞ্চগড় ও তেঁতুলিয়া ফায়ার সার্ভিস দুটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত শেষে পরবর্তীতে তা জানানো সম্ভব হবে, বলেন ওয়াদুদ হোসেন।