ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স
রামপুরায় পাওয়ার হাউসের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর পশ্চিম রামপুরা অফ দ্য রোড পাওয়ার হাউসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. শাহজাহান শিকদার জানান, সকাল ৭টা ২০ মিনিটে চার তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কর্মকর্ত জানান, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর এবং আগুন লাগার কারণ জানা যায়নি।
আরও পড়ুন: বারিধারায় ৬ তলা ভবনে আগুন
ভাটারায় আগুনে প্রতিবন্ধী শিশুর মৃত্যু
২ বছর আগে
খুলনায় চালকদের প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে দুর্ঘটনা বাড়ছে
খুলনা বিভাগে প্রতিনিয়ত বেড়ে চলেছে সড়ক দুর্ঘটনা। এতে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। সড়ক দুর্ঘটনার পিছনে বেশ কয়েকটি কারণ উদঘাটন করেছে পুলিশ। ২০২০ সালের সেপ্টেম্বর মাস থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত খুলনায় প্রতি মাসে গড়ে দুর্ঘটনা হয়েছে একশ’র বেশি এবং এতে নিহত হয়েছে গড়ে ১৩ জন।
পুলিশ জানায়, দুর্ঘটনার কারণগুলোর মধ্যে প্রধান কারণ হল সড়কে যানবাহন চালকদের অসুস্থ প্রতিযোগিতা এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল করা। এছাড়া সড়কগুলোতে কম গতি সম্পন্ন গাড়ি চলাচল, তিন চাকার নিষিদ্ধ যানবাহন চলাচল এবং পথচারীদের অন্য মনষ্ক হয়ে চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ। তবে জনসচেনতা বৃদ্ধি, ট্রাফিক ও বিআরটিএর কর্মকর্তাদের আরও বেশি সচেতনতার কারণে নিয়ন্ত্রণ হতে পারে সড়ক দুর্ঘটনার পরিমাণ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগের সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১০ জেলায় সড়ক দুর্ঘটনা হয়েছে এক হাজার ৪৮৮টি। যা গড়ে প্রতি মাসে ১২৪টি। এছাড়া দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৬২ জন এবং আহত দুই হাজার ২০১ জন।
কেএমপি’র ট্রাফিক বিভাগ জানায়, খুলনা মেট্রো এলাকায় গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৮টি দুর্ঘটনা হয়েছে। এতে ১৯ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।
আরও পড়ুন: বাগেরহাটে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী নিহত
খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় জানায়, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ২৩টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছে। এসব দুর্ঘটনায় জড়িত গাড়িগুলো হলো ট্রাক, বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, কাভার্ড ভ্যান, পিকআপ, মোটরসাইকেল, ইজিবাইক, মাহেন্দ্র, বাই সাইকেল, রিকশা, ভ্যান।
খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, করোনার সময় অনেক মালিক গাড়ি ফিটনেস আপডেট করতে পারিনি। বর্তমান সরকার জরিমানা ছাড়া করোনাকালীন সময়ে ফিটনেস করতে পারিনা। এতে জরিমানা ছাড়া ফিটনেস শুরু হয়েছে। প্রতিদিন অনেক গাড়ি ফিটনেস আপডেট করতে আসছেন। আমরা ৪৬টি পয়েন্ট যাচাই করেই ফিটনেস আপডেট করছি। এছাড়া পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সড়কে ফিটনেসবিহীন গাড়ি আটকের জন্য অভিযান চালিয়ে যাচ্ছি। খুলনায় প্রায় ১০ ভাগ গাড়ির ফিটনেস আপডেট নেই। প্রত্যেক মালিককে চিঠির মাধ্যমে ফিটনেস আপডেট করার বিষয়ে অবহিত করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ট্রাফিক বিভাগের উপ-কমিশনার তাজুল ইসলাম জানান, সড়কে চালকদের অসুস্থ প্রতিযোগিতা ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলে দুর্ঘটনা বাড়ছে। এছাড়া ক্রটিপূর্ণ গাড়ি চলাচল, হাইওয়েতে চলাচলের উপযোগী নয় এমন গাড়ি চলাচল করা, চালকদের সঠিক প্রশিক্ষণে ঘাটতি থাকা, পথচারীরা জেব্রা ক্রসিং ব্যবহার না করার কারণে দুর্ঘটনা বেড়েছে। এগুলোর বিষয়ে যথাপযোগী ব্যবস্থা নিলে দুর্ঘটনা কমে যাবে।
খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান জানান, সড়ক দুর্ঘটনার প্রতিরোধের বিষয়ে বিট পুলিশিং কার্যক্রমে গুরুত্ব দেয়া হচ্ছে। এছাড়া সড়কে মোটরসাইকেলে হেলমেট ব্যবহার করা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। থ্রি হুইলার, ইজিবাইক এগুলোর বিষয়ে চালকদের আরও সতর্ক করা হচ্ছে। সাধারণ মানুষকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আরও সচেতন হতে হবে।
আরও পড়ুন: সুনামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ বন্ধু নিহত
ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকসহ নিহত ৩
৩ বছর আগে
কোভিড-১৯: বাংলাদেশকে আরও চিকিৎসা সরঞ্জাম দিল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র দূতাবাস করোনাভাইরাস মোকাবিলায় তাদের ধারাবাহিক সহায়তার অংশ হিসেবে দ্বিতীয় ধাপে কোভিড-১৯ চিকিৎসাকেন্দ্রে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণ করেছে।
৪ বছর আগে
কদমতলী খালে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
রাজধানীর কদমতলী খালে নিখোঁজ হওয়া এক শিশুর লাশ পাঁচ দিন পর বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
রাজধানীর কদমতলা খাল থেকে শিশুর লাশ উদ্ধার
রাজধানীর কদমতলার খালে পড়ে নিখোঁজ হওয়া শিশু আসাদুলের (৫) লাশ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে।
৪ বছর আগে
উত্তর বাড্ডায় বস্তির আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর উত্তর বাড্ডা এলাকার গুদারাঘাটে রবিবার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি ঘর পুড়ে গেছে।
৪ বছর আগে
ধলেশ্বরী নদী থেকে উদ্ধার হলো আরেক প্রকৌশলীর লাশ
নিখোঁজ প্রকৌশলী জিসানের লাশের পর এবার অপর প্রকৌশলী লিখন সরকারের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
৪ বছর আগে
আড়াই ঘণ্টা পর পঞ্চগড়ে পাটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে
পঞ্চগড় জেলার বোদা উপজেলার মনিরামজোত এলাকার জেম জুট মিলের পাটের গোডাউনে লাগা আগুন আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
৪ বছর আগে
খুলনায় বেকারি কারখানায় আগুন
খুলনা মহানগরীতে বিকে রায় রোডের ‘পপুলার বেকারি’ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
৪ বছর আগে
গাজীপুরে ফ্যান কারখানায় আগুনে নিহত ১০
গাজীপুর সদর উপজেলার কেশরিতায় একটি ফ্যান কারখানায় রবিবার বিকালে আগুনে পুড়ে ১০ জন মারা গেছেন।
৫ বছর আগে