তারা হলেন- সদর উপজেলার তালতলা গ্রামের জুলফিকুর আলী টিটু (৪৬), ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয় নগর গ্রামের ফুলমিয়া (৬৫), দেবীদ্বার উপজেলার শাহাজাহান (৫৫), চৌদ্দগ্রাম উপজেলার ওমর আলীর স্ত্রী আতরের নেচ্ছা (৭৭), দেবীদ্বার উপজেলার আব্দুল জলিলের স্ত্রী শাহানারা বেগম (৫৫), কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার জহিরুল ইসলামের স্ত্রী তাসলিমা (৪০)।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন জানান, বর্তমানে করোনা ও করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৩ জন। এদের মধ্যে ৪৫ জন করোনা পজিটিভ এবং ৫৮ জনের শরীরে করোনার উপসর্গ রয়েছে। করোনা উপসর্গ নিয়ে আইসিউতে ভর্তি আছেন ১০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, মঙ্গলবার ৩৬৪ জনের নমুনা প্রেরণ করা হলেও, রিপোর্ট পাওয়া গেছে ৩৫৮ জনের। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৮০ জন।
জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস এবং এর উপসর্গ নিয়ে মারা গেছে মোট ১৪১ জন। রোগী শনাক্ত হয়েছে সর্বমোট পাঁচ হাজার ৩৬০ জন। এছাড়া জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৫৬৩ জন।