করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় পৌর কাউন্সিলরসহ ১২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০ টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়াও কুষ্টিয়া পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৬ টি নমুনা পরীক্ষার বিপরীতে নতুন করে ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪২ দশমিক ৪৩ ভাগ।
আরও পড়ুনঃ বরিশাল বিভাগে আরও ১৬ জনের মৃত্যু
এদিকে, কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, করোনা আক্রান্ত হয়ে কুষ্টিয়া পৌরসভার ২১ নং ওয়ার্ডের (মোল্লাতেঘরিয়া-রাইনী) এলাকার কাউন্সিলর মো. ইসলাম শেখ (৪৫) মারা গেছেন।
বুধবার বেলা সোয়া ১১টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তিনি জানান, ইসলাম শেখ গত ১৩ জুলাই করোনা শনাক্ত হওয়ার পর থেকেই তিনি নিজ বাড়িতে অবস্থান করে চিকিৎসা নিয়ে আসছিলেন। বুধবার সকালে তিনি রাহিনী বিশ্বাসপাড়া নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
আরও পড়ুনঃ বিশ্বে করোনার ছোবলে প্রাণ গেছে ৪১ লাখেরও বেশি মানুষের
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীসহ পৌর কাউন্সিলররা শোক জানিয়েছেন।