দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসান মাহমুদ নগরীর চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সভাপতি ও কাশেম-নুর ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান ছিলেন।
চান্দগাঁও আবাসিক কল্যাণ সমিতির সদস্য এনামুল হাসান শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্র জানায়, গত ২৭ আগস্ট অসুস্থ হয়ে পড়লে হাসান মাহমুদ চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। একইদিন তার করোনার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। সেই থেকে তিনি ৬ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসাধীন ছিলেন।
গত ৭ সেপ্টেম্বর ঢাকার বাসায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে প্রথমে আইসিইউতে পরে লাইফ সাপোর্টে রাখা হয়। সোমবার দুপুরে আইসিউইতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শিল্পপতি হাসান মাহমুদ চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাসান মাহমুদ চৌধুরী ল্যাটিন আমেরিকা বাংলাদেশ চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও থাই চেম্বার অব কমার্সের পরিচালক ছিলেন। এছাড়া তিনি কেএন হারবার কনসোর্টিয়ামের কর্ণধার ছিলেন।