ঠাকুরগাঁওয়ে করোনা শনাক্ত হওয়া চারজন ঢাকা ও রংপুরে কর্মস্থলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।
শনিবার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়ার পর স্বাস্থ্য বিভাগ তাদের খোঁজ নিতে গেলে আক্রান্তরা আগেই কর্মস্থলে চলে গেছেন বলে জানতে পারেন।
আক্রান্তরা হলেন-সদর উপজেলার গোবিন্দনগরে একজন পুরুষ (৪৫), হরিপুর উপজেলার কান্দা চৌরঙ্গী এলাকার এক যুবক (৩৩), হরিপুরের খরলা গ্রামের এক যুবক (২৫) ও হরিপুর পল্লী বিদ্যুৎ এলাকার একজন লাইনম্যান (২৫)।
গত ৩ জুন তিনজনের ও ৪ জুন একজনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়। ১০ দিন পর প্রতিবেদন আসে। ইতোমধ্যেই নমুনা দেয়ার পর তিনজন ঢাকায় ও একজন রংপুর চলে যান।
সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান জানান, এপর্যন্ত ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মারা গেছেন দুইজন। নতুন করে আরও ৪৭ জনের নমুনা দিনাজপুর পাঠানো হয়েছে। এপর্যন্ত ২২৬৩ জনের নমুনা পাঠানো হলো। ফলাফল পাওয়া গেছে ১৮৮৬ জনের। জেলায় ১৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।