চাঁন মিয়া ময়মনসিংহের মুক্তাগাছা থানার নন্দীবাড়ি গ্রামের মো. নায়েব আলীর ছেলে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত সুপার (সদর) অনির্বান চৌধুরী জানান, ভৈরব থানায় কর্মরত চাঁন মিয়া ৯ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেই সাথে নমুনা সংগ্রহ করে কিশোরগঞ্জ সিভিল সার্জনের মাধ্যমে আইইডিসিআরে প্রেরণ করা হয়। পরে ১০ এপ্রিল তার কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট পাওয়া গেলে ওই দিনই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় দ্বিতীয় ও তৃতীয়বারের মতো কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট পাওয়ায় তাকে ১০ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়ে মঙ্গলবার ছাড়পত্র দেয়া হয়।
কিশোরগঞ্জ জেলায় সোমবার পর্যন্ত মোট ১৭৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ১০ জন জেলা পুলিশের সদস্য রয়েছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বলেন, এসআই চাঁন মিয়াকে নিয়ে জেলায় এ পর্যন্ত তিনজন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।