চট্টগ্রামে নতুন করে করোনা সংক্রামণ বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় এখানে তিন জনের মৃত্যু হয়েছে এবং নতুন ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৫ দশমিক ৭৩ শতাংশ।
সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষার্থীদের করোনার টিকা দেয়া শুরু
তথ্য অনুসারে, রবিবার চট্টগ্রামের সরকারি বেসরকারি ১৩টি ল্যাবে সর্বমোট দুই হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৭৪২ জনের ফলাফল পজিটিভ পাওয়া যায়। নমুনা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৭৩ শতাংশ। এদের মধ্যে নগরীতে ৫৯৭ জন আর উপজেলার ১৪৫ জন রয়েছেন। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ পাঁচ হাজার ৭১৯ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুনদের নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩৮ জনে৷
আরও পড়ুন: করোনার ছুটি শেষে শাবিপ্রবিতে ফিরেছে শিক্ষার্থীরা: মানসিক স্বাস্থ্যের বিষয়ে থাকছে নজরদারি
এদিকে, দীর্ঘদিন মৃত্যুশূন্য থাকলেও চট্টগ্রামে একদিনেই করোনায় তিনজন মৃত্যুতে মানুষের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে।