তারা হলেন- জেলার গাবতলী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল বাছেদ (৭০) এবং সদরের জলেশ্বরীতলার বাসিন্দা আবুল বাশার (৬৮)।
করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া আব্দুল বাছেদ গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়নের চককাতুলী গ্রামের মৃত আব্দুল হাকিম মেম্বারের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত শুক্রবার রাত ৯টায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৬টায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতী-নাতনীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। রবিবার বাদ জোহর চককাতুলী গ্রামের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
অপরদিকে, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টায় মারা যান আবুল বাশার।
এদিকে বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া জেলায় চিকিৎসাধীন আছেন ৯৫৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৬১ জন। সরকারি হিসাবে এ পর্যন্ত জেলায় করোনায় মৃতের সংখ্যা ১৫১ জন।
বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. ফারজানুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে ৩৩ জন পুরুষ, ২৩ জন নারী ও ৮টি শিশু রয়েছে। এদের মধ্যে একজন করে দুপচাঁচিয়া ও শাজাহানপুর উপজেলার, দুজন কাহালু উপজেলার, ১৫ জন শেরপুর উপজেলার, পাঁচজন ধুনট উপজেলার এবং ৪০ জন সদর উপজেলার বাসিন্দা।