শজিমেক
বগুড়ায় কারাগারে হাজতির মৃত্যু
বগুড়ায় কারাগারে এক হাজতির মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
মৃত সুমন ইসলাম (২৬) বগুড়ার ধুনটের এলাঙ্গী গ্রামের মৃত হাবিবর রহমানের ছেলে।
আরও পড়ুন: কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
বগুড়ার জেল সুপার মনির আহম্মেদ কয়েদীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার রাতে সুমন বগুড়া কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেল সুপার আরও জানান, সুমন ধুনট থানায় দায়ের হওয়া মাদকদ্রব্য আইনের মামলায় গত ২৩ ডিসেম্বর থেকে কারাগারে ছিলেন। তার লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ২ হাজতির মৃত্যু
১ বছর আগে
বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে দোকানি নিহত
সিগারেট ধরাতে নিষেধ করায় বগুড়ায় বখাটেদের ছুরিকাঘাতে মুদি দোকানি ছেলে নিহত ও বাবা আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত রাকিব হোসেন হৃদয় (২৫) শহরের কৈপাড়ার মামুনুর রশিদের (৫৫) ছেলে। এ ঘটনায় মামুনুর আহত হয়েছেন। তাকে শজিমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
পড়ুন: রাজশাহীতে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় শহরের কৈপাড়া এলাকার বখাটে আশিক ও স্বাধীন সিগারেট জ্বালানোর জন্য নিহত হৃদয়ের দোকানে আসে। ওই সময় নিহতের বাবা তাদের নিষেধ করলে বখাটেদের সাথে তর্ক-বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে আশিক ও স্বাধীন সেখান থেকে চলে যায়। এরপর ৫ থেকে ৭ জন যুবককে সাথে নিয়ে এসে দেশীয় অস্ত্রসহ দোকানে হামলা করে হৃদয় ও তার বাবাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে যান।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। তবে কেউ আটক হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে।
পড়ুন: গাইবান্ধায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা ‘খুন ’
পটিয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত
৩ বছর আগে
বগুড়ায় হাসপাতাল থেকে শিশু চুরিকালে নারী আটক
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে শিশু চুরির সময় এক নারীকে আটক করা হয়েছে।
৪ বছর আগে
করোনা: গাবতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ ২ জনের মৃত্যু
বগুড়া জেলার গাবতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন।
৪ বছর আগে