বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল
বগুড়ায় করোনায় প্রাণহানি বেড়েছে: ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ভাইরাসের সংক্রমণ কিছুটা কমে ৬৮ জনে দাঁড়িয়েছে।
সোমবার বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। রবিবার ২১৯টি নমুনা পরীক্ষায় সনাক্ত হন ৮৫ জন।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড
মোস্তাফিজুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৩২১টি নমুনা পরীক্ষা করে ৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ৬০ জন।
আরও পড়ুন: ভ্যাকসিন সংকটের মাঝেই ব্রাজিলের করোনা পরিস্থিতির অবনতি
তিনি আরও জানান, একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৫ জন। এদের ২ জন নারী ও ৩ জন পুরুষ।
আরও পড়ুন: করোনায় দেশে একদিনে প্রথম শতাধিক মৃত্যু, শনাক্ত ২৩.৩৬ শতাংশ
এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬ জন। এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত হলেন ১১ হাজার ৪১৮ জন, সুস্থ হয়েছেন ১০ হাজার ১১০ জন, মারা গেছেন ২৭৭ জন। চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ৩১ জন।
১৪২৯ দিন আগে
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ২ ব্যবসায়ী নিহত
বগুড়ার শেরপুরে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের কলিম উদ্দিনের পুত্র পেঁয়াজ ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) ও একই উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের কছির উদ্দিনের ছেলে নাদু প্রামাণিক (৪০)।
আরও পড়ুন:চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালকসহ নিহত ২
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যবসায়িক প্রয়োজন শেষে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে মোটরসাইকেলে করে ব্যবসায়ী আবু সাঈদ ও নাদু প্রামাণিক শেরপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মহাসড়কের উক্ত স্থানে পৌঁছালে বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের সামনের একটি চাকা ফেটে যায়। এ সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে ট্রাকটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাদু প্রামাণিক মারা যান। গুরুতর আহত আবু সাঈদকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিভে গেল কলেজছাত্রীর জীবন প্রদীপ
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
১৪৫১ দিন আগে
বগুড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ: আহত ছাত্রলীগ নেতার মৃত্যু
বগুড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আহত জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাকবীর ইসলাম খান (২৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
১৪৬৩ দিন আগে
বগুড়ায় ‘বিষাক্ত মদ পানে’ ৬ জনের মৃত্যু
বগুড়ায় ‘বিষাক্ত মদ পানের’ পৃথক ঘটনায় ছয়জন মারা গেছেন। সেই সাথে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন চারজন।
১৫০৬ দিন আগে
করোনা: গাবতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ ২ জনের মৃত্যু
বগুড়া জেলার গাবতলী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতিসহ করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন।
১৬৬১ দিন আগে
বগুড়ায় করোনায় দুই ও উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুজনসহ জেলায় মোট ৬৪ জন মারা গেছেন।
১৭১৪ দিন আগে