করোনা মোকাবিলায় বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যসহ সংসদ সচিবালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার জাতীয় সংসদ ভবনের মেডিকেল সেন্টারে নৌবাহিনীর পক্ষে ক্যাপ্টেন এম আক্তার হাসান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব এম নুরু্জ্জামান এবং প্রধান চিকিৎসা কর্মকর্তার নিকট স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপত্তা সামগ্রী হস্তান্তর করেন।
জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্যসহ সংসদে কর্মরত সকল ব্যক্তিদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নৌবাহিনীর নিজস্ব তহবিল থেকে ২ হাজার ৮০০টি মাস্ক, ১ হাজার ৩০০ সেট হ্যান্ড গ্লাভস, ১২০টি পিপিই, ৭০টি বিশেষ নিরাপত্তা চশমা, ১২০টি হ্যান্ড স্যানিটাইজার, ১১০টি ফেস শিল্ড, নয়টি আইআর থার্মোমিটারসহ বিভিন্ন নিরাপত্তা সামগ্রী প্রদান করা হয়।