চট্টগ্রামের কর্ণফুলী নদীর মাঝরঘাট সীমানায় নোঙর করে রাখা অয়েল ট্যাঙ্কারের সাথে ধাক্কা লেগে এমভি রুহুল আমিন খান নামে একটি পণ্যবাহী লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
সোমবার (২১ জুন) রাত পৌনে ৮টার দিকে নদীর সদরঘাটের জুট রেলী ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এর পরপরই আশে পাশের নৌযানের সহযোগিতায় উদ্ধার অভিযান পরিচালনা করছে সদরঘাট নৌ থানা পুলিশের একটি টিম। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: কর্ণফুলী নদীতে ডুবে গেল ফিশিং জাহাজ এফভি ক্রিস্টাল-৮
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, ‘সদরঘাটের জুট রেলী ঘাট এলাকায় ওটি মিক হৃদয়–১’ নামের তেলবাহী একটি জাহাজ নোঙর করা ছিল। রাতে বহিনোঙর মাদার ভেসেল থেকে একটি কার্গো জাহাজ কনটেইনার নিয়ে বন্দরে প্রবেশের সময় ওই ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগে। এতে এমভি রুহুল আমিন নামে কার্গো জাহাজটি ডুবে যায়। ঘটনাস্থলে আমাদের একটি টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।’
আরও পড়ুন: বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ ক্রু উদ্ধার
এদিকে স্থানীয় নৌযান শ্রমিকরা জানান, ধাক্কা দেয়ার পর ‘রুহুল আমিন খান’ জাহাজটি ধীরে ধীরে ডুবে যায়। এসময় আশপাশের নৌযান গিয়ে নাবিকদের উদ্ধার করে। দুর্ঘটনায় তেলবাহী জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাথরবোঝাই জাহাজ ডুবি
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, দুর্ঘটনার পর বন্দর থেকে দুর্ঘটনাস্থল চিহ্নিত করে দেয়া হচ্ছে। জাহাজটি উদ্ধার কার্যক্রমে পদক্ষেপ নেয়া হচ্ছে।