কুমিল্লার কাউন্সিলর সোহেল হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে একজনকে কোতোয়ালি থানার পাচথুবী এলাকা থেকে এবং অপরজনকে দেবিদ্বার থেকে আটক করা হয়।
কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, জেলার সুজানগর পূর্বপাড়ার নুর আলীর ছেলে জিসান মিয়া ও জেলার সংরাইশ পশ্চিমপাড়া এলাকার মো. বাদল মিয়ার ছেলে মোহাম্মদ রাব্বি ইসলাম অন্তু প্রকাশ (১৯)।
সোহান সরকার জানান, রবিবার রাত ১১টার দিকে কোতোয়ালি থানার অন্তর্গত পাচথুবি এলাকা থেকে পুলিশের একটি বিশেষ দল অভিযুক্ত জিসানকে গ্রেপ্তার করে। আর রাত ১২টার দিকে কুমিল্লা জেলা পুলিশের একটি দল গোপন অভিযানে দেবিদ্বার থানা এলাকা থেকে অন্তু প্রকাশকে গ্রেপ্তার করে।
আটকদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে বলেও জানান সোহান সরকার।
আরও পড়ুন: কুমিল্লায় কাউন্সিলর হত্যা: গ্রেপ্তার ১
কুমিল্লায় কাউন্সিলর হত্যা: আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন