সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের সময় টেকনাফের বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ কাঠগড়ায় বসে মুঠোফোনে কথা বলার ঘটনায় তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
আদালতে দায়িত্ব অবহেলার কারণে বাইরের কেউ ছবি তোলার সুযোগ পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসটিআই শাহাবুদ্দিন, কনস্টেবল আব্দুল কাদের ও আব্দুছ সালাম।
এদিকে, এ ঘটনার বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) পঙ্কজ বড়ুয়াকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহ নেওয়াজ এবং পুলিশ সুপার (ট্রাফিক) এমএম রাকিবুর রেজা।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেন, 'এই বিষয়টি নিয়ে আদালতেও কথা উঠেছে এবং এটি আদালত অবমাননা বলা হয়। পরবর্তী এমন কার্যক্রমের জন্য আদালতের অনুমতি অবশ্যই প্রয়োজন বলছেন বিজ্ঞ বিচারক।'
আরও পড়ুন: সিনহা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু, বিলম্বিত করার অভিযোগ রাষ্ট্রপক্ষের