কিশোরগঞ্জ সদরে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। শনিবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত শাবনূর আক্তার স্বপ্ন (২৬) কালাইহাটি গ্রামের আবুল কাসেমের মেয়ে ও সদর উপজেলার চৌধুরীহাটি গ্রামের শামসুল মাস্টারের ছেলে শহীদ মিয়ার (৩০) স্ত্রী।
এ ঘটনায় হামলাকারী কালাইহাটি গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে আল আমিন (৩০) ও শহীদ মিয়াকে আটক করেছে পুলিশ।
আরও পড়ুন: কুষ্টিয়ায় আ. লীগ কর্মী ছুরিকাঘাতে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী শহীদ মিয়ার সঙ্গে মনোমালিন্যের কারণে দুই ছেলে সায়ান (৬) ও সানভিকে (৪) নিয়ে দুই বছর ধরে বাবার বাড়িতে থাকছিলেন শাবনূর৷ ঘটনার সময় তিনি বাইরে থাকা গরু-বাছুর আনতে গেলে পথ আটকে তাকে ছুরিকাঘাতে গুরুতর আহত করে পালিয়ে যায় আল আমিন।
পরে, স্বজনরা শাবনূরকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
ঘটনার দিন রাতেই পুলিশ অভিযান চালিয়ে আল আমিনকে কালাইহাটির পার্শ্ববর্তী এক ফাঁকা বাড়ি থেকে এবং শহীদকে হাসপাতাল থেকে আটক করে।
থানা সূত্র জানা যায়, নিহতের পরিবারের অভিযোগ শহীদ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে৷ তবে, প্রত্যক্ষদর্শীদের মতে মাদকসেবী আল আমিন হত্যাকাণ্ডটি ঘটিয়েছে৷
পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন বলেন, আল আমিন ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে৷ এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা রুজু প্রক্রিয়াধীন৷
তদন্তে ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলে জানান তিনি৷
আরও পড়ুন: সিলেটে ছুরিকাঘাতে নর্থ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র নিহত, আটক ২
বাগেরহাটে ‘মানসিক ভারসাম্যহীন’ যুবকের ছুরিকাঘাতে নিহত ১, আহত ৪