তোফায়েল শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
২০১২ সনের ১০ মার্চ কিশোরগঞ্জ সদর উপজেলার বত্রিশ এলাকায় কথা কাটাকাটির বিরোধের জের হিসেবে আসামিরা তোফায়েলকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।
এ ব্যাপারে তার বাবা আওলাদ হোসেন বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করে।
সাক্ষ্য জেরা শেষে আসামি জুয়েনা আক্তারকে দন্ডবিধি ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা প্রদান করেন। অপর আসামি রিনা আক্তারকে দন্ডবিধি ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়।
এছাড়া অপর আসাসি রাসেল নাবালক থাকায় শিশু আদালতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মামলাটিতে রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি আবু সাঈদ ইমাম ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ।