স্কুলছাত্র হত্যা
স্কুলছাত্র হত্যা: কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব
স্কুল ছাত্র কিশোর সিয়াম(১৪) হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের সন্দেহভাজন দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
শুক্রবার র্যাব-৪ ও র্যাব-৮ এর দুটি দল সাভার ও বরিশালের বাকেরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলেন- শান্তনুর হোসেন রুবেল ওরফে আলু রুবেল(২৭) ও মসিউর রহমান রকি(২৮)।
শনিবার বিকালে র্যাব-৪ এর গণমাধ্যম কর্মকর্তা এএসপি মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মাজহারুল ইসলাম জানান, গত ২১ মে রাতে মিরপুরের লালকুটি এলাকায় হত্যার এ ঘটনা ঘটে।
সিয়াম নামে এক স্কুলছাত্র একা থাকায় কয়েকজন যুবক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে সিয়ামের মা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুন: প্রলয় গ্যাং: অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাবির ২ শিক্ষার্থী বহিস্কার
এএসপি মাজহারুল ইসলাম আরও জানান, গ্রেপ্তাররা জিজ্ঞাসাবাদে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তারা দারুস সালাম লালকুটি এলাকায় সক্রিয় কিশোর গ্যাং নেতা বলে জানা গেছে।
তিনি বলেন, ‘তারা খুন, ডাকাতি, চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।’
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: সিলেটে ‘কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে আহত ২
১ বছর আগে
কিশোরগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র তোফায়েল হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও অপর একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
৩ বছর আগে
লালমাইয়ে স্কুলছাত্র হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্র শাহপরান হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৪ বছর আগে
একমাত্র ছেলেকে হত্যার পর প্রবাসী বাবার কাছে মুক্তিপণ দাবি
মানিকগঞ্জ, ২২ সেপ্টেম্বর (ইউএনবি)- প্রবাসী বাবার কাছ থেকে টাকা হাতিয়ে নিতেই প্রায় দেড় মাস আগে তার একমাত্র ছেলে আশরাফুলকে তুলে নিয়ে গিয়েছিল অপহরণকারীরা। কিন্তু কোথায়ও লুকিয়ে রাখতে না পেরে অপহরণের এক ঘণ্টার মাথায় আশরাফুলকে শ্বাসরোধে হত্যা করে কালীগঙ্গা নদীতে লাশ ফেলে দেয়।
৫ বছর আগে