কুড়িগ্রামে রেল লাইনের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে স্টেট ডিপার্টমেন্ট।
বুধবার দিনব্যাপী এ অভিযানে কুড়িগ্রাম নতুন রেল স্টেশন হতে চিলমারী উপজেলার রমনা রেল স্টেশন পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকাব্যাপী লাইনের দুপাশে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময় লাইনের একদিকে ৩০ ফুট ও অন্যদিকে ৯০ ফুটের মধ্যে অবস্থিত কাঁচা-পাকা ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেন তারা।
রেলের নিয়িমিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে এ অভিযান করা হয়। এসময় আইন শৃংখলা রক্ষায় রেল পুলিশের পাশাপাশি থানা পুলিশও কাজ করেন।
রেলওয়ের বিভাগীয় স্টেট অফিসার পুর্নেন্দু দেব বলেন, কুড়িগ্রামে ৩০ কিলোমিটার রেল লাইনের জায়গায় যে সব অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে। সে অবৈধ স্থাপনার মালিকদের আমরা নোটিশ দিয়েছিলাম। যারা তাদের স্থাপনা সরিয়ে নেননি তাদের উচ্ছেদ করা হয়েছে।