কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের কোভিড-১৯ করোনা ডেডিকেটেড ইউনিটে আরও ৫টি আইসিইউ সংযোজন করা হয়েছে।
অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের উদ্যোগে রবিবার দুপুরে নতুন ৫টি আইসিইউ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. ফরিদুল আলমের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনিয়ে কুমেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ১৫টি আইসিইউ স্থাপন করা হলো।
এর আগে গত ৩ জুন এই হাসপাতালের করোনা ইউনিট চালু করা হয়। পর্যাপ্ত আইসিইউ না থাকার কারণে এই হাসপাতালে মৃতের সংখ্যা বাড়ছিল বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। এ কারণেই মন্ত্রী আইসিইউয়ের এসব সরঞ্জামাদি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মো. ফরিদুল আলম জানান, জনবল পেলে খুব দ্রুতই এ পাঁচটি আইসিইউ চালু করা হবে।