কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা টাকার জেরে ভগ্নিপতির বিরুদ্ধে স্ত্রীর বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলেসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
শনিবার (১৮ মে) সকাল ৭টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: পিরোজপুরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
নিহত ইউনুস আলী কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের খোর্দ্দবন গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি কৃষক ছিলেন।
আহতরা হলেন- নিহত ইউনুস আলীর ছেলে রাসেল হোসেন ও হোসেন আলী, রকিবুল ইসলাম, চাঁদ আলী ও অরুন আলী। তারা কুমারখালী ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্ত ভগ্নিপতি মো. মোক্তার হোসেন একই ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা।
এ বিষয়ে নিহত ব্যক্তির ছেলে হোসেন আলী বলেন, শনিবার সকালে ধান কাটতে গেলে তার মামা মোক্তারসহ ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান। হামলায় তার বাবাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনিসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকিবুল ইসলাম বলেন, ধান কাটা ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে একজন খুন হয়েছেন। কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা আত্মীয়স্বজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। এছাড়া অপরাধীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত।
আরও পড়ুন: দিনাজপুরে কুপিয়ে হত্যার অভিযোগে আটক ১