জেলার নাগেশ্বরী উপজেলায় বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় ২২ জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ জনই শিশু।
নিহত আবু হানিফ (২) উপজেলার কচাকাটা ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
জেলার সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান জানান, রবিবার দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের কুলামুয়া কালাইরচর গ্রামের বাড়ির পার্শ্ববর্তী এলাকায় থেকে বন্যার পানিতে ভাসমান অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়।
নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ জানান, নিহতের বাড়ির চারিদিক বন্যার পানিতে প্লাবিত হওয়ায় শিশুটির মা চায়না বেগম বাড়ির উঁচু স্থানে বসিয়ে রেখে রান্না করছিল। সেখানে খেলতে খেলতে কোনো এক সময় পরিবারের সদস্যদের অজান্তে উঠানের পাশের বন্যার পানিতে গিয়ে ডুবে যায়। পরে দুপুর ২টার দিকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী এলাকার বন্যার পানি থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।