কুড়িগ্রামে পৃথক স্থানে বিদ্যুৎপৃষ্টে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উলিপুর উপজেলার পৌরসভা এলাকার ১ নং ওয়ার্ডের পশ্চিম নাওডাঙ্গা গ্রামের আদর্শ পাড়ায় এবং ফুলবাড়ী উপজেলায় এই পৃথক ঘটনা দুটি ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের মফিজল হকের ছেলে নুরনবী মিয়া (১৮) এবং উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের তোবার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের জমিতে ধানের চারা লাগানোর জন্য জমি প্রস্তুত করতে যান নুরনবী। সেই জমির সীমানায় পোতানো বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংযুক্ত আর্থিং তারের গোড়ায় মাটি তুলে দেয়ার সময় কোদালের আঘাতে নড়বড়ে হয়ে যায় আর্থিং তারটি। পরে বাড়ি গিয়ে ঘটনাটি জানায় নুরনবী। পরে সে আবার জমিতে ফিরে এসে বিষয়টি বিদ্যুৎ অফিসকে না জানিয়ে নিজে নিজে ঠিক করার চেষ্টা শুরু করে। এ সময় আর্থিং তারটি বিদ্যুতের মূল তারের সঙ্গে লেগে যায়। সঙ্গে সঙ্গে নুরনবী বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং ঘটনাস্থলেই মারা যান।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করে পল্লী বিদ্যুতের উলিপুর উপজেলা জোনাল অফিসের এজিএম রাকিবুল হাসান বলেন, ‘বিদ্যুতের আর্থিং তার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি আমাদের আগে জানানো হলে আমরা নিজেরাই ঠিক করতাম। আমরা কাউকে নিজে নিজে এগুলো ঠিক করতে বলি না। ঘটনার পরপরই আমাদের লোক পাঠিয়ে মেরামত করেছি। এক্ষেত্রে সবাইকে আরও সচেতন হতে হবে।’
অপর দিকে, রফিকুল ইসলাম বৈদ্যুতিক সেচ দিয়ে পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) ইমতিয়াজ কবির ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ইউডি মামলা দাযের করা হয়েছে।
আরও পড়ুন: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু