মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে নামাজরত মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা
মামলা সূত্রে জানা যায়, জেলার রাজারহাট উপজেলার উমরপান্থাবাড়ি গ্রামের সোলায়মান আলীর ছেলে মন্তাজুল আলমের (৩৬) বিবাহিত স্ত্রী তাকে ছেড়ে চলে যায়। এতে সে কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে।
গত বছরের ২০ মার্চ দুপুরে মন্তাজুল দ্বিতীয় বিয়ের দাবিতে তার মা মেহেরজান বেগম মিনুকে (৫৮) চাপ দিলে তিনি অসম্মতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে কুড়াল দিয়ে তার মাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা মন্তাজুলকে আটক করে পুলিশে দেয়।
আরও পড়ুন: নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
কুমিল্লায় সাবেক স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
এ ঘটনায় নিহতের স্বামী ও অভিযুক্তের বাবা সোলায়মান আলী বাদী হয়ে ছেলে মন্তাজুলকে আসামি করে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের চার্জশিট ও মামলার শুনানিতে মন্তাজুল আলমের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্রাহাম লিংকন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন লিগ্যাল এইড নিযুক্ত অ্যাডভোকেট এরশাদুল হক শাহিন।