শনিবার সকাল সোয়া ৯টায়র দিকে উলিপুরের সরকারি কোয়ার্টারের বাসায় হৃদ রোগে মারা যান এ কর্মকর্তা।
নুরুল ইসলামের স্ত্রী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহনাজ আক্তার জানান, তিনি দৈনন্দিনের মত ঘুম থেকে বাসা থেকে বের হয়ে হেঁটে বাসায় ফিরে আসেন। বিশ্রাম নেয়ার পর গোসল করতে গেলে তিনি বাথরুমেই অসুস্থ্ হয়ে পড়েন। এ অবস্থায় সেখান থেকে বের হয়ে তিনি বুকের ব্যথায় দরজা খুলেই সেখানেই লুটিয়ে পড়েন। পরে দ্রুত তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, নুরুল ইসলামের মৃত্যুতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষার মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক শোক জানিয়েছেন।
এছাড়াও তার মৃত্যুতে কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শামছুল আলম, অন্যান্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি শিক্ষা অফিসার ও সদর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ রাজনৈতিক ব্যক্তিরা শোক জানিয়েছেন।
তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।